সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২। Recent General knowledge
সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2022
- উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ - ৯ম।
- ২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে – ২৪ তম।
- মক্ত গণমাধ্যম সূচক-২০২২ এ বাংলাদেশের অবস্থান ১৬২ তম।(১ম- নরওয়ে, ১৮০তম উত্তর কোরিয়া)।
- অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২২ এ বাংলাদেশের অবস্থান ১৩৭তম (১ম- সিঙ্গাপুর, কোরিয়া)।
- ১৭৭তম-উত্তর ২০২২ সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ-আইসল্যান্ড।
- ২০২২ সালের বৈশ্বিকশক্তি সূচকে বাংলাদেশের অবস্থান-৯৬তম। সর্বনিম্ন দেশ-আফগানিস্তান।
- ২০২২ সালের বৈশ্বিক শাস্তি সূচকে দূর্নীতির ধারণা সূচক-২০২১ এ বাংলাদেশের অবস্থান-১৪৭তম (১ম-ডেনমার্ক,১৮০তম সুদান)।
- ইন্টারনেট বাক স্বাধীনতা সূচক-২০২১ এ বাংলাদেশের অবস্থান- ৪০ নম্বর ১০০ মধ্যে (১ম আইসল্যান্ড এবং চীন) সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২। Recent General knowledge
- আইন শাসন সূচক-২০২১ এ বাংলাদেশের অবস্থান -১২৪তম (ডেনমার্ক-১ম এবং ভেনিজুয়েলা-১৩৯তম)।
- গনতান্ত্রিক স্বাধীনতা সূচক-২০২১ এ বাংলাদেশের অবস্থান- ৩৯ নম্বর (১০০) [ ফিনল্যান্ড-1- সিরিয়া-100 ।
- গনতন্ত্র সূচক-২০২১ এ বাংলাদেশের অবস্থান ৭৫তম (১ম-নরওয়ে এবং ১৬৭তম আফগানিস্তান)। পাসপোর্ট ইনডেক্স-২০২২ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে-জাপান ও সিঙ্গাপুর ।
- বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম–স্ফুলিঙ্গ।
- ২০২২ বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের ১২তম সম্মেলন অনুষ্ঠিত হয়-জেনেভা, সুইজারল্যান্ড।
- ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ২৬-২৮ জুন ২০২২।
- ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- বাভারিয়ান আল্পস, জার্মানি।
- ২০২২ সালে ব্রিকস্ (BRICS) এর ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হবে- চীন।
- ২০২২ সালে অ্যাপেক (APEC) এর ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হবে ব্যাংকক, থাইল্যান্ড।
- ২০২২ সালে ন্যাটো (NATO) এর ৩২তম সম্মেলন অনুষ্ঠিত হবে-মাদ্রিদ,স্পেন।
- ২০২২ সালে আফ্রিকান (AU) এর ৩৫তম সম্মেলন অনুষ্ঠিত হবে- আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- ২০২২ সালে ইসলামিক সহযোগী সংস্থা (OIC) এর ১৫তম সম্মেলন অনুষ্ঠিত হবে- গাম্বিয়া।
- ২০২২ সালে এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) এর ৭তম সম্মেলন অনুষ্ঠিত হবে- রাশিয়া।
- ২০২২ সালে জি-৭ (G-7) এর ৪৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে জার্মানি।
- ২০২২ সালে মিউনিখ নিরাপত্তা এর ৫৭তম সম্মেলন অনুষ্ঠিত হবে- মিউনিখ, জার্মানি। ২০২২ সালে ।
- এশিয়ান উন্নয়ন ব্যাংক (ADB) এর ৫৫তম সম্মেলন অনুষ্ঠিত হবে-শ্রীলঙ্কা।
- ২০২২ সালে সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) এর ২২তম সম্মেলন অনুষ্ঠিত হবে উজবেকিস্তান।
- ১৭তম সম্মেলন অনুষ্ঠিত হবে-বালি,ইন্দোনেশিয়া ।
- বিখ্যাত গীতিকার, পরিচালক, সুরকার গাজী মাজহারুল আনোয়ার মৃত্যুবরন করেন- ৪ সেপ্টেম্বর২০২২। তার বিখ্যাত কিছু গান সমূহ- জয় বাংলা, বাংলার জয়, আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার,একতারা তুই দেশের কথা বল রে এবার বল, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়, আকাশের হাতে আছে একরাশ নীল।
- বাংলাদেশের সরকারি আমলা, অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ আকবর আলি খান মৃত্যুবরন করেন- ৮ সেপ্টেম্বর২০২২। তার কিছু বিখ্যাত বইয়ের নাম হলো- হিস্টোরি অফ বাংলাদেশ, পরার্থপরতার অর্থনীতি, Some Aspects of Peasant Behaviour in Bengal : A Neo-classical Analysis ইত্যাদি। ডিসকোভারি অব বাংলাদেশ,জীবনানন্দ দাশের কবিতা ।
-
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২। Recent General knowledge
- ৬ষ্ঠ গৃহগণনা অনুষ্ঠিত হয়- ১৫-২১ জুন ।
- ২০২২ কততম জনশুমারি ও গৃহগণনা - 6ষ্ঠ ।
- দেশের প্রথম নারী অর্থসচিবের নাম-ফাতিমা ইয়াসমিন।
- অন্তর্বর্তীকালীন বাদে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট হলো-৫১তম।
- ২০২২-২৩ অর্থ বছরের জাতীয় বাজেটের পরিমাণ ছিল-৬,৭৮,০৬৪ কোটি টাকা।
- সাধারণ করমুক্ত আয়সীমা পরিমাণ- ৩লাখ টাকা ।
- বর্তমানে বাংলাদেশের টি-২০ ও টেস্ট দলের অধিনায়কের নাম- সাকিব আল হাসান।
- বর্তমানে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হলেন- তামিম ইকবাল খান।
- ২০২২ সালে বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত পুরস্কারের নাম- নজরুল পুরস্কার।
- ২০২২ সালে প্রথম নজরুল পুরস্কার লাভ করেন- সিরাজুল ইসলাম চৌধুরী।
- ২০২২ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন- গীতাঞ্জলী শ্রী (ভারত)।
- কোন উপন্যাসের জন্য গীতাঞ্জলীশ্রী আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন-Tomb of Sand ।i
- বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের ১২তম সম্মেলন অনুষ্ঠিত হয়-১২-১৫ জুন ।
- বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান ২য় ১ম স্থানে চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম।
- ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে- ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে। নিরাপদ
- শহর ২০২১ এর তালিকায় ১ম-আইসল্যান্ড ২য় সংযুক্ত আরব আমিরাত, ৩য় কাতার। বাংলাদেশের অবস্থান ১০৫ তম। -
- পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন হয়- ২৫ জুন ২০২২ সাল।
- বর্তমানে মোবাইল ব্যাংকিং সুবিধা দিচ্ছে ১৬ টি প্রতিষ্ঠান।
- লাতাকিয়া বন্দরটি অবস্থিত কোথায়- সিরিয়া।
- রাশিয়া ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এবং এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে প্রকাশিত স্মারকগ্রন্থ- 'বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২। Recent General knowledge
- কবি আসাদ চৌধুরী সম্পাদিত বঙ্গবন্ধুকে নিয়ে লেখা “বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু" বইয়ের মোড়ক উন্মোচন করা হয়- ২৭ ডিসেম্বর, ২০২১।
- জাতিসংঘে আর্থিক অবদানের ক্ষেত্রে ১ম- যুক্তরাষ্ট্র; ২য়- চীন; ৩য়- জাপান।
- জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে হত্যাকরা হয় ৮ জুলাই, ২০২২,
- নারা প্রশাসনিক অঞ্চল, জাপান।
- রানী দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুবরন করেন- ৮ সেপ্টেম্বর ২০২২ সালে।
- রানী দ্বিতীয় এলিজাবেথের পূর্ণ নাম এলিজাবেথ অ্যালেকজান্ড্রা মেরি উইন্ডসর (রাজবংশ উইন্ডসর)।
- ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র রাজসিংহের রাজত্ব গ্রহন করেন- তৃতীয় চার্লস (৮ সেপ্টেম্বর, ২০২২-বর্তমান)।
- রানী দ্বিতীয় এলিজাবেথ কে সর্বশেষ শ্রদ্ধা জানিয়ে সমাধিস্থ করা হয়েছিল ১৯ (ওয়েস্টমিনস্টার হলে)। সেপ্টেম্বর, ২০২২ ।
- অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে।
- ওডেসা সমুদ্র বন্দর অবস্থিত-কৃষ্ণ সাগর (ইউক্রেনের তৃতীয় সর্বাধিক জনবহুল শহর)।
- বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি মো. শামীম আহসান, বাংলাদেশ।
- হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন-রেজওয়ান শাহরিয়ার সুমিত। -
- রেজওয়ান শাহরিয়ার সুমিত হীরালাল সেন পদক-২০২২" পান যে চলচ্চিত্র জন্য নোনা জলের কাব্য।
- 'জয় বাংলা' কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয় ২ মার্চ ২০২২।
- দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর- "গ্রামীণফোন"(৭ মার্চ ২০২২)। E-Sim=Embedded Subscriber Identity Module.
- বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)।
- বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হলেন- আব্দুর রউফ তালুকদার (যোগদান-৪ জুলাই, ২০২২)।
- বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক হলেন-চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
- বাংলাদেশের ১৩তম প্রধান নির্বাচন বাংলাদেশ পুলিশের বিশেষায়িত শাখা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
- BPL-2022 আসরে বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র গিরিকন্যা।
- বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের জন্য ২২ তম আন্তর্জাতিক মাদার তেরেসা.
- COP-26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র "নোনা জলের কাব্য" প্রদর্শিত হয়। পরিচালক রেজওয়ান শাহরিয়ার।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২। Recent General knowledge
- বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর ২০১৫-১৬।
- গ্রীন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ- চীন।
- প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে 'জাতিসংঘ জনসেবা পুরস্কার' (UN Public Service Award) পেয়েছে-ভূমি মন্ত্রণালয়।
- বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে- 'Fintech Ecosystem Development Corporation.
- ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষর করেছে - বাংলাদেশ (১০ নভেম্বর)।
- বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে- দুবাই।
- রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) – ২৮ ফেব্রুয়ারি ২০২২।
- সামরিক সংগঠন ন্যাটো গঠিত হয়-৪ এপ্রিল, ১৯৪৯ সালে(ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্সআইসল্যান্ডইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল)।
- আটলান্টিক চুক্তি স্বাক্ষরকারী মূল ১২ টি দেশের মধ্যে ৩০টি দেশ ন্যাটো সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
- ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩০ টি।
- ন্যাটোর সর্বশেষ সদস্য হয়েছিল- উত্তর মেসিডোনিয়া (২০২০ সাল)।
- বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে- সুইডেন ও ফিনল্যান্ড (১৮ মে, ২০২২ সালে)।
- রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছিল-২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সাল।
- ২০২৩ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ ৮ম আসর অনুষ্ঠিত হবে - দক্ষিণ আফ্রিকা(৯ – ২৬ ফেব্রুয়ারি ২০২৩)।
- ২০২৪ সালে নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ হবে-বাংলাদেশ।
- ২০২৫ সালে নারীদের বিশ্বকাপ আয়োজক দেশ-ভারত।
- ২০২৬ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক দেশ-ইংল্যান্ড।
- ২০২৭ সালে নারীদের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ-শ্রীলঙ্কা ।
- ২০২১-২০২২ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে চ্যাম্পিয়ানস - রিয়াল মাদ্রিদ ।
- বর্ষপণ্য- 'আইসিটি পণ্য ও সেবা ২০২২ সালের পোডাক্ট অফ দ্য ইয়ার বা ২০২১ সালে বর্ষপণ্য ছিলো চামড়া ও চামড়াজাত দ্রব্য।
- আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১ - শাহিন শাহ আফ্রিদি।
- ইন্দোনেশিয়ার নতুন রাজধানী 'নুসান্তারা' (অবস্থান বোর্নিও দ্বীপে)।
- বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট 'মলনুপিরাভিরবাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)। নাম 'এমোরিভির ২০০।
- ১ম বার 'Indian Ocean Rim Association (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।
- ১২ ডিসেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হয়েছে বাংলাদেশে।
- মোবাইল অপারেটর হলো টেলিটক ফাইভ-জি চালু করা
- ২০২২ সালে কপ-২৭ অনুষ্ঠিত ২০২৩ সালে মিসর ।
- 2023 সালে কপ-২৮ অনুষ্ঠিত হবে- সংযুক্ত আরব আমিরাত।
- ২০২৪ সালে কপ-২৯ অনুষ্ঠিত হবে- অস্ট্রেলিয়া সহযোগী থাকবে।
- 'অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১' পুরস্কারে ভূষিত হয়েছেন-সজীব ওয়াজেদ জয়।
- ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ ২৩তম আসর অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রমেক্সিকো (অংশগ্রহণকারী দল-৪৮টি)।
- ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম- 'রিহলা'।
- রিহলা একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো- ভ্রমণকাহিনী।
- বিশ্বকাপে শেষ দল হিসেবে টিকিট ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের প্রথম মুসলিম আয়োজক দেশ-মিশর (১৯৩৮ সালে)।
- বিশ্বকাপ ফুটবলের প্রথম ট্রফির নাম -জুলেরিমে কাপ।
- বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে অংশগ্রহণ করে-১৯৮৬ সালে।
- ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের ৮ম আসর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া (১৬ অক্টোবর ২০২২ - ১৩ নভেম্বর ২০২২)।
- ২০২৩ ক্রিকেট ওয়ানডে পুরুষ বিশ্বকাপের ১৩তম আসর অনুষ্ঠিত হবে- ভারত (অক্টোবর – ২০২৩)।
- ২৬ নভেম্বর ২০২৭ ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসের ১৪তম আসর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া (অক্টোবর নভেম্বর ২০২৭)।
- ২০২২ সালের আসরের আয়োজক ছিল-শ্রীলঙ্কা (অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাত) এবং চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা (শ্রীলঙ্কা-৬ষ্ঠ শিরোপা), সময়কালঃ২৭ আগস্ট ২০২২ - ১১ সেপ্টেম্বর ২০২২।
- ২০২২ নারী ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল- নিউজিল্যান্ডে (চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল)।
- ২০২২ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ আসর অনুষ্ঠিত হয় নেপাল (৬ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর, ২০২২)।
- " চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল১ম শিরোপা (ফাইনাল খেলা হয়- দশরত রঙ্গশালা স্টেডিয়াম,কাঠমাণ্ডু,নেপাল এবং সেরা খেলোয়াড় এবং শীর্ষ গোলদাতা সাবিনা খাতুন (৮টি) গোল), সেরা গোলরক্ষক রুপনা চাকমা,ফেরার প্লে পুরষ্কার বাংলাদেশ।
- Global Firepower Index-2022 বাংলাদেশ-৪৬তম। ১ম-যুক্তরাষ্ট্র; সবশেষে ভুটান।
- অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট "STAR" প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল Smart Tissue Autonomous Robot) |
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২। Recent General knowledge
- আন্তর্জাতিক পুরস্কারে 'বিশ্বের সেরা নতুন ভবন' হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল।
- বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে জিএসপি সুবিধা পাবে-২০২৭ সাল পর্যন্ত।
- বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে -২০২৩ সালে।
- বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে- ২০২৬ সালে।
- বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয়- ১৯৭৫ সালে।
- মুজিববর্ষের স্মরনিকার নাম- 'ন্যায়কণ্ঠ'।
- FAO এর ৩৬ তম সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবে- ঢাকা, বাংলাদেশ।
- সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে 'Marine Protected Area (MPA) ঘোষণা করা হয়েছে ৪ জানুয়ারি, ২০২২।
- জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচের নাম-হাভিয়ের কাবরেরা (স্পেন)।
- ২০২২ সালে কততম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে-২২তম আসর।
- ২০২২ সালে ২২তম ফুটবল বিশ্বকাপে স্বাগতিক দেশ কাতার।
- ২০২২ কাতার ফিফা বিশ্বকাপের ম্যাসকটের নাম 'লা'ইব' (La'eeb)। আরবী ভাষায় 'লা'ইব' কথার অর্থ হল- বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২। Recent General knowledge
- ২০২২ সালে ২২তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর ১৮ ডিসেম্বর ২০২২।
- এশিয়া মহাদেশে দক্ষিণ কোরিয়া এবং জাপানে ২০০২ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়-১ম বার।
- ২০২২ সালে কাতার ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২য় বার। (অংশগ্রহণকারী দল-৩২টি)।