সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২। Recent General knowledge

 সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2022


  1. উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ - ৯ম। 
  2. ২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে – ২৪ তম।
  3.  মক্ত গণমাধ্যম সূচক-২০২২ এ বাংলাদেশের অবস্থান ১৬২ তম।(১ম- নরওয়ে, ১৮০তম উত্তর কোরিয়া)। 
  4. অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২২ এ বাংলাদেশের অবস্থান ১৩৭তম (১ম- সিঙ্গাপুর, কোরিয়া)। 
  5. ১৭৭তম-উত্তর ২০২২ সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ-আইসল্যান্ড। 
  6. ২০২২ সালের বৈশ্বিকশক্তি সূচকে বাংলাদেশের অবস্থান-৯৬তম। সর্বনিম্ন দেশ-আফগানিস্তান। 
  7. ২০২২ সালের বৈশ্বিক শাস্তি সূচকে দূর্নীতির ধারণা সূচক-২০২১ এ বাংলাদেশের অবস্থান-১৪৭তম (১ম-ডেনমার্ক,১৮০তম সুদান)। 
  8. ইন্টারনেট বাক স্বাধীনতা সূচক-২০২১ এ বাংলাদেশের অবস্থান- ৪০ নম্বর ১০০ মধ্যে (১ম আইসল্যান্ড এবং চীন) সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২। Recent General knowledge
  1. আইন শাসন সূচক-২০২১ এ বাংলাদেশের অবস্থান -১২৪তম (ডেনমার্ক-১ম এবং ভেনিজুয়েলা-১৩৯তম)। 
  2. গনতান্ত্রিক স্বাধীনতা সূচক-২০২১ এ বাংলাদেশের অবস্থান- ৩৯ নম্বর (১০০) [ ফিনল্যান্ড-1-   সিরিয়া-100 ।
  3. গনতন্ত্র সূচক-২০২১ এ বাংলাদেশের অবস্থান ৭৫তম (১ম-নরওয়ে এবং ১৬৭তম আফগানিস্তান)।  পাসপোর্ট ইনডেক্স-২০২২ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে-জাপান ও সিঙ্গাপুর ।
  4. ঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম–স্ফুলিঙ্গ।
  5. ২০২২ বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের ১২তম সম্মেলন অনুষ্ঠিত হয়-জেনেভা, সুইজারল্যান্ড। 
  6.  ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ২৬-২৮ জুন ২০২২।
  7. ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- বাভারিয়ান আল্পস, জার্মানি। 
  8. ২০২২ সালে ব্রিকস্ (BRICS) এর ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হবে- চীন। 
  9. ২০২২ সালে অ্যাপেক (APEC) এর ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হবে ব্যাংকক, থাইল্যান্ড। 
  10. ২০২২ সালে ন্যাটো (NATO) এর ৩২তম সম্মেলন অনুষ্ঠিত হবে-মাদ্রিদ,স্পেন। 
  11. ২০২২ সালে আফ্রিকান (AU) এর ৩৫তম সম্মেলন অনুষ্ঠিত হবে- আদ্দিস আবাবা, ইথিওপিয়া। 
  12. ২০২২ সালে ইসলামিক সহযোগী সংস্থা (OIC) এর ১৫তম সম্মেলন অনুষ্ঠিত হবে- গাম্বিয়া। 
  13. ২০২২ সালে এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) এর ৭তম সম্মেলন অনুষ্ঠিত হবে- রাশিয়া। 
  14. ২০২২ সালে জি-৭ (G-7) এর ৪৮তম স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌বে জার্মা‌নি।
  15. ২০২২ সালে মিউনিখ নিরাপত্তা এর ৫৭তম সম্মেলন অনুষ্ঠিত হবে- মিউনিখ, জার্মানি। ২০২২ সালে ।
  16. এশিয়ান উন্নয়ন ব্যাংক (ADB) এর ৫৫তম সম্মেলন অনুষ্ঠিত হবে-শ্রীলঙ্কা। 
  17. ২০২২ সালে সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) এর ২২তম সম্মেলন অনুষ্ঠিত হবে উজবেকিস্তান। 
  18. ১৭তম সম্মেলন অনুষ্ঠিত হবে-বালি,ই‌ন্দো‌নে‌শিয়া । 
  19. বিখ্যাত গীতিকার, পরিচালক, সুরকার গাজী মাজহারুল আনোয়ার মৃত্যুবরন করেন- ৪ সেপ্টেম্বর২০২২। তার বিখ্যাত কিছু গান সমূহ- জয় বাংলা, বাংলার জয়, আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার,একতারা তুই দেশের কথা বল রে এবার বল, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়, আকাশের হাতে আছে একরাশ নীল। 
  20. বাংলাদেশের সরকারি আমলা, অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ আকবর আলি খান মৃত্যুবরন করেন- ৮ সেপ্টেম্বর২০২২। তার কিছু বিখ্যাত বইয়ের নাম হলো- হিস্টোরি অফ বাংলাদেশ, পরার্থপরতার অর্থনীতি, Some Aspects of Peasant Behaviour in Bengal : A Neo-classical Analysis ইত্যাদি। ডি‌স‌কোভা‌রি  অব বাংলা‌দেশ,জীবনানন্দ দাশের কবিতা ।

    1. সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২। Recent General knowledge

  1. ৬ষ্ঠ গৃহগণনা অনুষ্ঠিত হয়- ১৫-২১ জুন ।
  2.  ২০২২ কততম জনশুমারি ও গ‌ৃহগণনা - 6ষ্ঠ । 
  3.  দেশের প্রথম নারী অর্থসচিবের নাম-ফা‌তিমা ইয়াস‌মিন। 
  4. অন্তর্বর্তীকালীন বাদে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট হলো-৫১তম। 
  5. ২০২২-২৩ অর্থ বছরের জাতীয় বাজেটের পরিমাণ ছিল-৬,৭৮,০৬৪ কোটি টাকা।
  6.  সাধারণ করমুক্ত আয়সীমা পরিমাণ- ৩লাখ টাকা ।
  7.  বর্তমানে বাংলাদেশের টি-২০ ও টেস্ট দলের অধিনায়কের নাম- সাকিব আল হাসান। 
  8. বর্তমানে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হলেন- তামিম ইকবাল খান। 
  9. ২০২২ সালে বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত পুরস্কারের নাম- নজরুল পুরস্কার। 
  10. ২০২২ সালে প্রথম নজরুল পুরস্কার লাভ করেন- সিরাজুল ইসলাম চৌধুরী। 
  11. ২০২২ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন- গীতাঞ্জলী শ্রী (ভারত)। 
  12. কোন উপন্যাসের জন্য গীতাঞ্জলীশ্রী আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন-Tomb of Sand ।i 
  13. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের ১২তম সম্মেলন অনুষ্ঠিত হয়-১২-১৫ জুন ।
  14.  বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান ২য় ১ম স্থানে চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম।
  15. ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে- ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে। নিরাপদ 
  16. শহর ২০২১ এর তালিকায় ১ম-আইসল্যান্ড ২য় সংযুক্ত আরব আমিরাত, ৩য় কাতার। বাংলাদেশের অবস্থান ১০৫ তম। - 
  17. পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন হয়- ২৫ জুন ২০২২ সাল। 
  18. বর্তমানে মোবাইল ব্যাংকিং সুবিধা দিচ্ছে ১৬ টি প্রতিষ্ঠান। 
  19. লাতাকিয়া বন্দরটি অবস্থিত কোথায়- সিরিয়া। 
  20. রাশিয়া ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এবং এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে প্রকাশিত স্মারকগ্রন্থ- 'বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু।
    1. সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২। Recent General knowledge

  1.  কবি আসাদ চৌধুরী সম্পাদিত বঙ্গবন্ধুকে নিয়ে লেখা “বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু" বইয়ের মোড়ক উন্মোচন করা হয়- ২৭ ডিসেম্বর, ২০২১। 
  2. জাতিসংঘে আর্থিক অবদানের ক্ষেত্রে ১ম- যুক্তরাষ্ট্র; ২য়- চীন; ৩য়- জাপান। 
  3. জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে হত্যাকরা হয় ৮ জুলাই, ২০২২,
  4. নারা প্রশাসনিক অঞ্চল, জাপান। 
  5. রানী দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুবরন করেন- ৮ সেপ্টেম্বর ২০২২ সালে। 
  6. রানী দ্বিতীয় এলিজাবেথের পূর্ণ নাম এলিজাবেথ অ্যালেকজান্ড্রা মেরি উইন্ডসর (রাজবংশ উইন্ডসর)। 
  7. ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র রাজসিংহের রাজত্ব গ্রহন করেন- তৃতীয় চার্লস (৮ সেপ্টেম্বর, ২০২২-বর্তমান)। 
  8. রানী দ্বিতীয় এলিজাবেথ কে সর্বশেষ শ্রদ্ধা জানিয়ে সমাধিস্থ করা হয়েছিল ১৯ (ওয়েস্টমিনস্টার হলে)। সেপ্টেম্বর, ২০২২ ।
  9. অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে। 
  10. ওডেসা সমুদ্র বন্দর অবস্থিত-কৃষ্ণ সাগর (ইউক্রেনের তৃতীয় সর্বাধিক জনবহুল শহর)। 
  11. বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি  মো. শামীম আহসান, বাংলাদেশ।
  12.  হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন-রেজওয়ান শাহরিয়ার সুমিত। -
  13.  রেজওয়ান শাহরিয়ার সুমিত হীরালাল সেন পদক-২০২২" পান যে চলচ্চিত্র জন্য নোনা জলের কাব্য। 
  14. 'জয় বাংলা' কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয় ২ মার্চ ২০২২। 
  15. দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর- "গ্রামীণফোন"(৭ মার্চ ২০২২)। E-Sim=Embedded Subscriber Identity Module. 
  16. বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)।
  17.  বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হলেন- আব্দুর রউফ তালুকদার (যোগদান-৪ জুলাই, ২০২২)। 
  18. বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক হলেন-চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 
  19. বাংলাদেশের ১৩তম প্রধান নির্বাচন বাংলাদেশ পুলিশের বিশেষায়িত শাখা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। 
  20. BPL-2022 আসরে বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
  21.  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র গিরিকন্যা। 
  22. বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের জন্য ২২ তম আন্তর্জাতিক মাদার তেরেসা.
  23. COP-26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র "নোনা জলের কাব্য" প্রদর্শিত হয়। পরিচালক রেজওয়ান শাহরিয়ার। 
    1. সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২। Recent General knowledge

  1. বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর ২০১৫-১৬। 
  2. গ্রীন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ- চীন।
  3.  প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে 'জাতিসংঘ জনসেবা পুরস্কার' (UN Public Service Award) পেয়েছে-ভূমি মন্ত্রণালয়। 
  4. বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে- 'Fintech Ecosystem Development Corporation.
  5. ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষর করেছে - বাংলাদেশ (১০ নভেম্বর)। 
  6. বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে- দুবাই। 
  7. রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) – ২৮ ফেব্রুয়ারি ২০২২।
  8.  সামরিক সংগঠন ন্যাটো গঠিত হয়-৪ এপ্রিল, ১৯৪৯ সালে(ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্সআইসল্যান্ডইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল)।
  9.  আটলান্টিক চুক্তি স্বাক্ষরকারী মূল ১২ টি দেশের মধ্যে ৩০টি দেশ ন্যাটো সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। 
  10. ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩০ টি। 
  11. ন্যাটোর সর্বশেষ সদস্য হয়েছিল- উত্তর মেসিডোনিয়া (২০২০ সাল)। 
  12. বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে- সুইডেন ও ফিনল্যান্ড (১৮ মে, ২০২২ সালে)। 
  13. রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছিল-২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সাল।
  14. ২০২৩ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ ৮ম আসর অনুষ্ঠিত হবে - দক্ষিণ আফ্রিকা(৯ – ২৬ ফেব্রুয়ারি ২০২৩)। 
  15. ২০২৪ সালে নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ হবে-বাংলাদেশ। 
  16. ২০২৫ সালে নারীদের বিশ্বকাপ আয়োজক দেশ-ভারত। 
  17. ২০২৬ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক দেশ-ইংল্যান্ড। 
  18. ২০২৭ সালে নারীদের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ-শ্রীলঙ্কা ।
  19. ২০২১-২০২২ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লী‌গে চ‌্যা‌ম্পিয়ানস - রিয়াল মা‌দ্রিদ । 
  20. বর্ষপণ্য- 'আইসিটি পণ্য ও সেবা ২০২২ সালের পোডাক্ট অফ দ্য ইয়ার বা ২০২১ সালে বর্ষপণ্য ছিলো চামড়া ও চামড়াজাত দ্রব্য।
  21. আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১ - শাহিন শাহ আফ্রিদি। 
  22. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী 'নুসান্তারা' (অবস্থান বোর্নিও দ্বীপে)। 
  23. বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট 'মলনুপিরাভিরবাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)। নাম 'এমোরিভির ২০০। 
  24. ১ম বার 'Indian Ocean Rim Association (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ। 
  25. ১২ ডিসেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হয়েছে বাংলাদেশে। 
  26. মোবাইল অপারেটর হলো টেলিটক ফাইভ-জি চালু করা 
  27. ২০২২ সালে কপ-২৭ অনুষ্ঠিত ২০২৩ সালে ‌মিসর ।
  28. 2023 সা‌লে  কপ-২৮ অনুষ্ঠিত হবে- সংযুক্ত আরব আমিরাত। 
  29. ২০২৪ সালে কপ-২৯ অনুষ্ঠিত হবে- অস্ট্রেলিয়া সহযোগী থাকবে। 
  30. 'অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১' পুরস্কারে ভূষিত হয়েছেন-সজীব ওয়াজেদ জয়।
  31. ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ ২৩তম আসর অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রমেক্সিকো (অংশগ্রহণকারী দল-৪৮টি)। 
  32. ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম- 'রিহলা'। 
  33. রিহলা একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো- ভ্রমণকাহিনী।
  34. বিশ্বকাপে শেষ দল হিসেবে টিকিট ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের প্রথম মুসলিম আয়োজক দেশ-মিশর (১৯৩৮ সালে)। 
  35. বিশ্বকাপ ফুটবলের প্রথম ট্রফির নাম -জুলেরিমে কাপ। 
  36. বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে অংশগ্রহণ করে-১৯৮৬ সালে। 
  37. ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের ৮ম আসর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া (১৬ অক্টোবর ২০২২ - ১৩ নভেম্বর ২০২২)। 
  38. ২০২৩ ক্রিকেট ওয়ানডে পুরুষ বিশ্বকাপের ১৩তম আসর অনুষ্ঠিত হবে- ভারত (অক্টোবর – ২০২৩)। 
  39. ২৬ নভেম্বর ২০২৭ ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসের ১৪তম আসর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া (অক্টোবর নভেম্বর ২০২৭)। 
  40. ২০২২ সালের আসরের আয়োজক ছিল-শ্রীলঙ্কা (অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাত) এবং চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা (শ্রীলঙ্কা-৬ষ্ঠ শিরোপা), সময়কালঃ২৭ আগস্ট ২০২২ - ১১ সেপ্টেম্বর ২০২২। 
  41. ২০২২ নারী ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল- নিউজিল্যান্ডে (চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল)। 
  42. ২০২২ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ আসর অনুষ্ঠিত হয় নেপাল (৬ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর, ২০২২)।
  43.  " চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল১ম শিরোপা (ফাইনাল খেলা হয়- দশরত রঙ্গশালা স্টেডিয়াম,কাঠমাণ্ডু,নেপাল এবং সেরা খেলোয়াড় এবং শীর্ষ গোলদাতা সাবিনা খাতুন (৮টি) গোল), সেরা গোলরক্ষক রুপনা চাকমা,ফেরার প্লে পুরষ্কার বাংলাদেশ।
  44. Global Firepower Index-2022 বাংলাদেশ-৪৬তম। ১ম-যুক্তরাষ্ট্র; সবশেষে ভুটান।
  45.  অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট "STAR" প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল Smart Tissue Autonomous Robot) |
    1. সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২। Recent General knowledge

  1. আন্তর্জাতিক পুরস্কারে 'বিশ্বের সেরা নতুন ভবন' হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল। 
  2. বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে জিএসপি সুবিধা পাবে-২০২৭ সাল পর্যন্ত। 
  3. বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে -২০২৩ সালে।
  4.  বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে- ২০২৬ সালে। 
  5. বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয়- ১৯৭৫ সালে। 
  6. মুজিববর্ষের স্মরনিকার নাম- 'ন্যায়কণ্ঠ'। 
  7. FAO এর ৩৬ তম সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবে- ঢাকা, বাংলাদেশ।
  8.  সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে 'Marine Protected Area (MPA) ঘোষণা করা হয়েছে ৪ জানুয়ারি, ২০২২।
  9.  জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচের নাম-হাভিয়ের কাবরেরা (স্পেন)। 
  10. ২০২২ সালে কততম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে-২২তম আসর। 
  11. ২০২২ সালে ২২তম ফুটবল বিশ্বকাপে স্বাগতিক দেশ কাতার। 
  12. ২০২২ কাতার ফিফা বিশ্বকাপের ম্যাসকটের নাম 'লা'ইব' (La'eeb)। আরবী ভাষায় 'লা'ইব' কথার অর্থ হল- বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়। 
    1. সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২। Recent General knowledge

  1. ২০২২ সালে ২২তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর ১৮ ডিসেম্বর ২০২২। 
  2. এশিয়া মহাদেশে দক্ষিণ কোরিয়া এবং জাপানে ২০০২ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়-১ম বার। 
  3. ২০২২ সালে কাতার ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২য় বার। (অংশগ্রহণকারী দল-৩২টি)।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url