সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2022 জানুয়ারি থেকে ডিসেম্বর
সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2022 জানুয়ারি থেকে ডিসেম্বর
যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রির নাম কি?- লিজ ট্রাস ।
বাংলাদেশ সরকার কোন প্রকল্পের অধীনে গৃহহীন এবং বাস্তচ্যুত মানুষদের জন্য বাসস্থান নির্মাণ করে দেয়?- আশ্রায়ণ প্রকল্প ।
8 আগস্ট 2022 বাংলাদেশ কোন দেশের 16টি পণ্য আমদানিতে করমুক্ত সুবিধা প্রদান করে- ভুটান ।
দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ গবেষণা (মানমন্দির) কোথায় অবস্থিত?- শ্রীপুর, গাজীপুর ।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) 'বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর' হিসেবে নিয়োগ পান- ড. খুরশীদ বেগম ।
চট্রগ্রাম বন্দর বিশ্বের কত তম বন্দর?- 64তম ।
জাতিসংঘের জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী, জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান কত? - ষষ্ঠ ।
21 জুলাই 2022 প্রধান মন্ত্রি শেখ হাসিনা কোন দুটি জেলাকে দেশের প্রথম ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন?- মাগুরা ।
2022 সালে কোন দেশের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর করে ? ওমান ।
দেশের প্রথম 6 লেন বিশিষ্ট কালনা সেতু কোন নদীর উপর নির্মিত ? মধুমতি ।
9 জুন 2022 কোন বাংলাদেশী জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন- রাবাব ফাতিমা ।
বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনরের নাম কি? আব্দুর রউফ তালুকদার ।
দেশের প্রথম নারী অর্থসচিবের নাম কি? ফাতিমা ইয়াসমিন ।
বাংলাদেশের প্রথম নারী সচিবের নাম- খোদেজা আজম ।
বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের এর প্রথম পদক লাভ করে- দিয়া সিদ্দীকি ।
2022 সালে বাংলা একাডেমি কোন পুরষ্কার প্রবর্তন করে?- নজরুল পুরষ্কার ।
2022 সালে প্রথম নজরুল পুরষ্কার লাভ করেন কে?- সিরাজুল ইসলাম চেীধুরি ।
2022-2-23 বাজেটে অর্থমন্ত্রি কাকে ফিনিক্স পাখি বলেছেন? - শেখ হাসিনাকে ।
-
;">
2022-2023 বাজেট কত তম বাজেট?- 51 তম ।
বাজেটের পরিমান কত ?- 678064 কোটি টাকা ।
বাংলাদেেশের মাথাপিছু আয় কত?- 2824 সার্কিন ডলার ।
মাথাপিছু আয় ( প্রক্ষেপিত) কত? - 3,007 মার্কিন ডলার ।
ষষ্ঠ আদমশুমারিও গৃহগণনা কবে অনুষ্ঠিত হয়?- 25-21 জুন 2022 ।
বাংলাদেশের জিডিপি নির্নয়ের নতুন ভিত্তি বছর কত সাল?- 2015-2015 ।
2021-2022 এ মাথাপিছু জিডিপি কত?- 2,723 মার্কিন ডলার ।
2021-2022 এ মাথা পিছু জিডিপি প্রবৃদ্ধির হার -7.24% ।
2021-2022 এ কৃষি খাতের অবদানের হার কত?- 11.50% প্রবৃদ্ধি 2.20 % ।
2021-2022 এ শিল্প খাতের অবদানের হার কত?- 37.07 % প্রবৃদ্ধি 10.44% ।
2021-2022 এ সেবা খাতের অবদানের হার কত?- 51.444% প্রবৃদ্ধি 6.30% ।
সর্বাধিক রেমিটেন্স আসে কোন দেশ থেকে ? - সৌদি আরব থেকে ।
সর্বাধিক রপ্তানি করে কোন দেশ থেকে?- যুক্তরাষ্ট্র ।
সর্বাধিক আমদানি করে কোন দেশ থেকে?- চীন ।
অর্থনৈতিক সমীক্ষা 2022 এ জনসংখ্যা কত? - 16.91 কোটি ।
অর্থনৈতিক সমীক্ষা 2022 এ জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে কত?- 1,140 জন ।
অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুসারে মানুষের প্রত্যাশিত গড় আয়ু কত?- 72.8 বছর ।
দারিদ্রের হার কত? 20.5%
চরম দারিদ্রের হার কত?- 10.5% ।
সাক্ষরতার হার 7+ কত?- 75.2% ।
ধান উৎপাদনে শীর্ষ জেলা - ময়মনসিংহ
পাট উৎপাদনে শীর্ষ জেলা- ফরিদপুর ।
চা উৎপাদনে শীর্ষ জেলা - মৌলভি বাজার ।
গম উৎপাদনে শীর্ষ জেলা- ঠাকুরগাও ।
-
আম উৎপাদনে শীর্ষ জেলা- রাজশাহী ।
পেয়াজ উৎপাদনে শীর্ষ জেলা- পাবনা ।
কাঠাল উৎপাদনে শীর্ষ জেলা- গাজীপুর ।
তুলা উৎপাদনে শীর্ষ জেলা- ঝিনাইদাহ ।
তামাক উৎপাদনে শীর্ষ জেলা- কুষ্টিয়া ।
বাংলাদেশে বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা - 52টি ।
সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের নাম কি?- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
বর্তমানে দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের সংখ্যা কতটি?- 12 টি ।
কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 7টি ।
বাংলাদেশ ও ভরতের মধ্যে চলাচল কারী ট্রেনের নাম- মৈত্রি ।