সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2022 জানুয়ারি থেকে ডিসেম্বর

 সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2022 জানুয়ারি থেকে ডিসেম্বর

  1. যুক্তরা‌জ্যের বর্তমান প্রধানম‌ন্ত্রির নাম কি?- লিজ ট্রাস ।

  2. বাংলা‌দেশ সরকার কোন প্রক‌ল্পের অধী‌নে গৃহহীন এবং বাস্তচ‌্যুত মান‌ুষ‌দের জন‌্য বাসস্থান নির্মাণ ক‌রে দেয়?- আশ্রায়ণ প্রকল্প ।

  3. 8 আগস্ট 2022 বাংলা‌দেশ কোন দে‌শের 16‌টি পণ‌্য আমদা‌নি‌তে করমুক্ত সু‌বিধা প্রদান ক‌রে- ভুটান ।

  4. ‌দে‌শের প্রথম পূর্ণাঙ্গ বেসরকা‌রি মহাকাশ গ‌বেষণা (মানম‌ন্দির) কোথায় অব‌স্থিত?- শ্রীপুর, গাজীপুর । 

  5. খুলনা ‌‌প্রকৌশল ও প্রয‌ু‌ক্তি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে (ক‌ু‌য়ে‌টে) 'বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর' হি‌সে‌বে ‌নি‌য়োগ পান- ড. খুরশীদ বেগম ।

  6. চট্রগ্রাম বন্দর বি‌‌শ্বের কত তম বন্দর?- 64তম ।

  7. জা‌তিসং‌ঘের জনসংখ‌্যা প্রতি‌বেদন অনুযায়ী, জনসংখ‌্যার ঘন‌‌ত্বে বাংলা‌দে‌শের অবস্থান কত? - ষষ্ঠ ।

  8. 21 জুলাই 2022 প্রধান ম‌ন্ত্রি ‌শেখ হা‌সিনা কোন দু‌টি ‌‌জেলা‌কে দে‌শের প্রথম ভু‌মিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা ক‌রেন?- মাগুরা ।

  9. 2022 সা‌লে কোন দে‌শের সা‌থে বাংলা‌দে‌শের ভিসা অব‌্যাহ‌তি চু‌ক্তি কার্যকর ক‌রে ? ওমান ।

  10. ‌দে‌শের প্রথম 6 লেন বি‌শিষ্ট কালনা সেতু কোন নদীর উপর ‌নি‌র্মিত ? মধুম‌‌তি ।


  11. 9 জুন 2022 কোন বাংলা‌দেশী জা‌তিসং‌ঘের আন্ডার সে‌ক্রেটা‌রি জেনা‌‌রেল নিযুক্ত হন- রাবাব ফ‌া‌তিমা ।

  12. বাংলা‌‌দেশ ব‌্যাং‌কের নতুন গর্ভন‌রের নাম কি? আব্দুর রউফ তালুকদার । 

  13. দে‌‌শের প্রথম নারী অর্থস‌চি‌বের নাম কি? ফ‌া‌তিমা ইয়াস‌মিন ।

  14. বাংলা‌দে‌শের প্রথম নারী স‌চি‌বের নাম- খো‌দেজা আজম ।

  15. বাংলা‌‌দেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠা‌নের এর প্রথম পদক লাভ ক‌রে- দিয়া সিদ্দী‌কি ।

  16. 2022 সা‌লে বাংলা‌‌ একা‌ডে‌মি কোন পুরষ্কার প্রবর্তন ক‌রে?- নজরুল পুরষ্কার ।

  17. 2022 সা‌লে প্রথম নজরুল পুরষ্কার লাভ ক‌রেন কে?- সিরাজুল ইসলাম চেীধু‌রি ।

  18. 2022-2-23 বা‌জে‌টে অর্থম‌ন্ত্রি কা‌কে ফি‌নিক্স পা‌খি ব‌লে‌ছেন? - শেখ হা‌সিনা‌কে ।

  19. ;">

    2022-2023 বা‌জেট কত তম বা‌জেট?- 51 তম ।

  20. বাজ‌ে‌‌টের প‌রিমান  কত ?- 678064 ‌কো‌টি টাকা ।

  21. বাংলা‌দে‌েশের মাথা‌পিছু আয় কত?- 2824 সা‌র্কিন ডলার ।

  22. মাথা‌পিছু আ‌য় ( প্র‌ক্ষে‌পিত) কত? - 3,007 মা‌‌র্কিন ডলার ।

  23. ষষ্ঠ আদমশুমা‌রিও গৃহগণনা ক‌বে অনু‌ষ্ঠিত হয়?- 25-21 জুন 2022 ।

  24. বাংলা‌‌দে‌শের জি‌ডি‌পি নির্ন‌য়ের নতুন ভি‌ত্তি বছর কত সাল?- 2015-2015 ।

  25. 2021-2022 এ মাথা‌পিছু ‌জি‌ডি‌‌পি কত?- 2,723 মা‌র্কিন ডলার ।

  26. 2021-2022 এ মাথা‌ পিছু জি‌ডি‌পি প্রবৃ‌‌দ্ধির হার -7.24% । 

  27. 2021-2022 এ কৃ‌ষি খা‌তের অবদানের হার কত?- 11.50% প্রবৃ‌‌দ্ধি 2.20 % ।

  28. 2021-2022 এ ‌শিল্প খা‌তের অবদা‌নের হার কত?- 37.07 % প্রবৃ‌দ্ধি 10.44% ।

  29. 2021-2022 এ সেবা খা‌তের অবদা‌নের হার কত?- 51.444% প্রবৃ‌‌দ্ধি 6.30% ।

  30. সর্বা‌ধিক রে‌মি‌টেন্স আ‌সে কোন দে‌শ থে‌কে ? - সৌ‌দি আরব ‌থে‌কে ।

  31. সর্বা‌ধিক রপ্তা‌নি ক‌রে কোন দে‌শ থে‌কে?- যুক্তরাষ্ট্র ।

  32. সর্বা‌‌ধিক আমদা‌নি ক‌রে কোন দেশ থে‌কে?- চীন ।

  33. অর্থ‌নৈ‌তিক সমীক্ষা 2022 এ জনসংখ‌্যা কত? - 16.91 কো‌টি ।

  34. অর্থ‌নৈ‌তিক সমীক্ষা 2022 এ জনসংখ‌্যার ঘনত্ব প্রতি বর্গ‌কি‌লো‌মিটা‌রে কত?- 1,140 জন ।

  35. অর্থ‌নৈ‌তিক সমীক্ষা 2022 অনুসা‌রে মান‌ু‌ষের প্রত‌্যা‌শিত গড় আয়ু কত?- 72.8 বছর ।

  36. দা‌রি‌দ্রের হার কত? 20.5%

  37. চরম দা‌রি‌দ্রের হার কত?- 10.5% ।

  38. সাক্ষরতার হার 7+ কত?- 75.2% ।

  39. ধান উৎপাদ‌নে শীর্ষ জেলা - ময়মন‌সিংহ

  40. পাট উৎপাদ‌নে শীর্ষ জেলা- ফ‌রিদপুর ।

  41. চা উৎপাদ‌নে শীর্ষ জেলা - ‌মৌল‌ভি বাজার ।

  42. গম উৎপাদ‌নে শীর্ষ জেলা- ঠাকুরগাও ।

  43. আম উৎপাদ‌নে শীর্ষ জেলা- রাজশাহী ।

  44. ‌পেয়াজ উৎপাদ‌নে শীর্ষ ‌জেলা- পাবনা ।

  45. কাঠাল উৎপাদ‌নে শীর্ষ জেলা- গাজীপুর ।

  46. তুলা উৎপাদ‌নে শ‌ীর্ষ জেলা- ঝিনাইদাহ ।

  47. তামাক উৎপাদ‌নে শীর্ষ জেলা- কু‌‌ষ্টিয়া ।

  48. বাংলা‌‌দে‌শে বর্তমা‌নে সরকা‌রি ‌বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সংখ‌্যা - 52‌টি ।

  49. সর্ব‌শেষ ‌বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের নাম কি?- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ‌্যালয় ।

  50. বর্তমানে দে‌শে বিজ্ঞান ও প্রযু‌ক্তি ‌‌বিশ্বা‌‌বিদ‌্যাল‌য়ের সংখ‌্যা কতটি?- 12 টি ।

  51. কৃ‌ষি ‌‌বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সংখ‌্যা কত‌টি? 7‌টি ।

  52. বাংলা‌দেশ ও ভর‌তের ম‌ধ্যে চলাচল কারী ট্রেনের নাম- মৈ‌ত্রি ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url