ইমেইলে চাকরির আবেদন করার নিয়ম ।

আমরা অনেক চাকরির বিজ্ঞপ্তি পেয়ে থাকি যেখানে বলা হয় আপনাকে চাকরির আবেদন করতে হবে ইমেইলের মাধ্যমে । চাকরির আবেদন করার সময় CV ইমেইল দিতে হয় । কিন্তু আমরা অনেকে জানিনা ইমেইলে কিভাবে চাকরির আবেদন করতে হয় । আজ আমরা জানবো কিভাবে সুন্দরভাবে  CV পাঠাবো বা ইমেইলের মাধ্যমে চাকরির আবেদন করার নিয়ম সম্পর্কে ।

ইমেইলে চাকরির আবেদন করার সময় এই সাতটি নিয়ম আলোচনা করা হল:


১. আমাদের সবচেয়ে বড় ভুল সেটি হল ,ফাইল বা সিভি এটাচ না করেই ডাইরেক্ট সিভি পাঠাই । এটা সব চেয়ে বড় ভুল । এ জন্য সবসময় প্রথমে ফাইলটি কে প্রথমে আপলোড করে তারপর এর বিষয় সম্পর্কে লিখতে হবে ।

https://chakrirporasuna.blogspot.com/2022/10/emaliachakrirabadonkoraarniyoin.html



২. ইমেইল এর শুরুতে বডি পার্টে  ‘Dear Sir/ Dear Madam’ বা  ‘To whom it may concern’ এসব লিখে শুরু করবেন না । আপনি  ‘Respected Concern’ বা ‘ Hiring Authority লিখতে পারেন ।

https://chakrirporasuna.blogspot.com/2022/10/emaliachakrirabadonkoraarniyoin.html



৩.  সিভি অবশ্যই পিডিএফ ফরম্যাটে করে নিবেন । মনে করুন আপনি এমএস ১০ এর সাহায্যে বা অন্য কোন সিভি এডিটর এ্যাপস দিয়ে সুন্দর করে সিভি তৈরি করে আবেদন করলেন কিন্তু চাকরি দাতা আপনার সিভি মোবাইল, অন্য কোন ডিভাইস বা এমএস ৭ দিয়ে  চেক করলো । তাহলে আপনার ওয়ার্ড ফাইল টি  চেঞ্জ হয়ে
তাই ফাইলটি অবশ্যই পিডিএফ ফাইল করে নিবেন ।


৪. সিভি/ রিজুইম ফাইলের নাম ডিভাইসে  নিজের নামে সেভ করে রাখবেন । মাই সিভি/ ডাউনলোড সিভি ইত্যাদি নামে সেভ করে রাখবেন না ।


৫. সব সময় নিজের ইমেইল আইডি বা প্রফেসল ইমেইল আইডি দিয়ে সিভি সেন্ড করবেন । । কেউ কেউ ফেক ইমেইল আইডি বা কিংবা উদ্ভুদ ইমেইল আইডি দিয়ে সিভি সেন্ড করে থাকে এতে করে নিয়োগ কর্তা আপনার ইমেইল দেখে বিরক্ত হবে তিনি আপনার ইমেইল অপেন করবে না ।


৬. ইমেইল সেন্ড করার সময় ‍ইমেইল এর সাব্জেক্ট লাইন খালি রাখবেন না । অবশ্যই সাব্জেক্ট লাইনে পজিশন টাইটেল লিখতে হবে । যেমন- Applying for the position of CEO.


৭. সিভিতে আপনার ছবি থাকতে হবে । আলাদা করে কোন ছবি দেওয়ার প্রয়োজন নেই ।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url