বাংলাদেশের জনসংখ্যা ২০২২

       বাংলাদেশের জনসংখ্যা ২০২২

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) প্রতিবছরের মতো ২০২২ সালেও বাংলাদেশের জনসংখ্যা ২০২২ ও বিশ্ব প্রতিবেদন প্রকাশ করে । এবারের প্রতিবেদনর নানা তথ্য- উপাত্ত নিয়ে আমাদের এ আয়োজন ।


রিপোর্টে বিশ্ব 

  • জনসংখ্যা (২০২২): ৭৯৫.৪০ কোটি ।
  • জনসংখ্যা বৃদ্ধির হার (২০২০-২০২৫) : ১%
  • নারী প্রতি প্রজনন হার: ২.৪ জন ।
  • গড় আয়ু - পুরুষ:৭১ বছর ও নারী: ৭৬ বছর ।
  • সর্বাধিক নারী ‍প্রতি প্রজনন হারের দেশ: নাইজার : ৬.৬ জন ।
  • সর্বাধিক জন্মহারের দেশ : সিরিয়া : ৫.৫ %
  • সর্বনিম্ন জন্মহারের দেশ : লেবানা; -১.৩ %
  • জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ : চীন।
  • জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান : অষ্টম



                        অঞ্চলভিত্তিক জনসংখ্যা


অঞ্চল

জনসংখ্যা (কোটি)

আরব রাষ্ট্র

৩৯.৩০

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল

৪১৪.৯০

পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়া

২৫.১০

ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল

৬৬.১০

পূর্ব ও দক্ষিণ আফ্রিকা 

৬৪.৯০

পশ্চিম ও মধ্য আফ্রিকা

৪৮.৩০

অন্যান্য

১৩৬.৮০

মোট 

৭৯৫.৪০

 

বিষয়: বাংলাদেশের জনসংখ্যা ২০২২

                ঋণাত্মক জন্মহারের দেশ 


দেশ 

বৃদ্ধি (%)

লেবানন

-১.৩

লাটভিয়া, লিথুনিয়া 

-১.০

বুলগেরিয়া 

-০.৮

মালদ্বীপ

-০.৭

ইউক্রেন

-০.৬

ক্রোয়েশিয়া, গ্রিস, রোমানিয়া, সার্বিয়া

-০.৫

বসনিয়, অ্যান্ড হার্জেগোভিনা, জাপান

-০.৪

আলবেনিয়া, এস্তোনিয়া, জর্জিয়া, মলদোভা, পর্তুগাল, হাঙ্গেরি

-০.৩


বিষয়: বাংলাদেশের জনসংখ্যা ২০২২

সর্বাধিক জন্মহারের ১০ দেশ


দেশ 

বৃদ্ধি 

দেশ 

বৃদ্ধি

সিরিয়া

৫.৫ 

তানজানিয়া

২.৯

নাইজার 

৩.৭

সোমালিয়া

২.৯

অ্যাঙ্গোলা

৩.২

বুরুন্ডি

২.৯

নিরক্ষীয় 

৩.১

মালি

২.৯

ডিআর কঙ্গো

৩.০

শাদ

২.৯


 বিষয়: বাংলাদেশের জনসংখ্যা ২০২২


শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ

২০২২ সালের বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি অনুযায়ী, শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ -দক্ষিণ কোরিয়া, মন্টিনিগ্রো ও স্লোভাকিয়া ।



বাংলাদেশের জনসংখ্যা ২০২২

  • জনসংখ্যা : ১৬ কোটি ৭৯ লাখ

  • বৃদ্ধির হার: ০.৯%
  • নারী প্রতি প্রজনন হার: ১.৯ জন 
  • গড় আয়ু : পুরুষ ৭২ বছর, নারী ৭৫ বছর ।
  • প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া উপযুক্ত বয়সি শিশুদের ৯৫% বিদ্যালয়ে যায় । 
  • মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়া উপযুক্ত বয়সিদের ৬৩% বিদ্যালয়ে যায় ।
  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়া উপযুক্ত বয়সিদের ৬৩% বিদ্যালয়ে যায় ।
  • ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে ৫১% কিশোরীর বিয়ে হয়ে যায় ।
  • স্বামীর হাতে নিযাতনের শিকার হন ২৩% নারী ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url