বাংলাদেশের জনসংখ্যা ২০২২
বাংলাদেশের জনসংখ্যা ২০২২
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) প্রতিবছরের মতো ২০২২ সালেও বাংলাদেশের জনসংখ্যা ২০২২ ও বিশ্ব প্রতিবেদন প্রকাশ করে । এবারের প্রতিবেদনর নানা তথ্য- উপাত্ত নিয়ে আমাদের এ আয়োজন ।
রিপোর্টে বিশ্ব
- জনসংখ্যা (২০২২): ৭৯৫.৪০ কোটি ।
- জনসংখ্যা বৃদ্ধির হার (২০২০-২০২৫) : ১%
- নারী প্রতি প্রজনন হার: ২.৪ জন ।
- গড় আয়ু - পুরুষ:৭১ বছর ও নারী: ৭৬ বছর ।
- সর্বাধিক নারী প্রতি প্রজনন হারের দেশ: নাইজার : ৬.৬ জন ।
- সর্বাধিক জন্মহারের দেশ : সিরিয়া : ৫.৫ %
- সর্বনিম্ন জন্মহারের দেশ : লেবানা; -১.৩ %
- জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ : চীন।
- জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান : অষ্টম ।
অঞ্চলভিত্তিক জনসংখ্যা
বিষয়: বাংলাদেশের জনসংখ্যা ২০২২
ঋণাত্মক জন্মহারের দেশ
বিষয়: বাংলাদেশের জনসংখ্যা ২০২২
সর্বাধিক জন্মহারের ১০ দেশ
বিষয়: বাংলাদেশের জনসংখ্যা ২০২২
শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ
২০২২ সালের বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি অনুযায়ী, শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ -দক্ষিণ কোরিয়া, মন্টিনিগ্রো ও স্লোভাকিয়া ।
বাংলাদেশের জনসংখ্যা ২০২২
- জনসংখ্যা : ১৬ কোটি ৭৯ লাখ
- বৃদ্ধির হার: ০.৯%
- নারী প্রতি প্রজনন হার: ১.৯ জন
- গড় আয়ু : পুরুষ ৭২ বছর, নারী ৭৫ বছর ।
- প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া উপযুক্ত বয়সি শিশুদের ৯৫% বিদ্যালয়ে যায় ।
- মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়া উপযুক্ত বয়সিদের ৬৩% বিদ্যালয়ে যায় ।
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়া উপযুক্ত বয়সিদের ৬৩% বিদ্যালয়ে যায় ।
- ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগে ৫১% কিশোরীর বিয়ে হয়ে যায় ।
- স্বামীর হাতে নিযাতনের শিকার হন ২৩% নারী ।