বাংলাদেশ অভ্যন্তরীণ নেী- পরিবহন কর্তৃপক্ষ

 বাংলাদেশ অভ্যন্তরীণ নেী- পরিবহন কর্তৃপক্ষ


পদের নাম: গ্রীজার

তারিখ: ০৩.০১.২০২০; সময় : ৯০ মিনিট পূর্ণমান: ৭০

Bangladesh Inland Water Transport Authority

১. নদী ভাঙ্গন ও দূষণ এর উপর কমপক্ষে ১০টি বাক্য লিখুন :

২. বিপরীত শব্দ লিখুন :

অমৃত, মসৃণ, শীতল, অগ্র প্রাচীন 

০৩.এক কথায় প্রকাশ করুন

উপস্থিত বুদ্ধি আছে যার

নেীকা চলাচলের যোগ্য 

বাক হারা হয়েছে যিনি 

অন্য ভাষায় রূপান্তর 

যাহা দেখা যায় 

০৪.অর্থসহ বাক্য রচনা করুণ

অরণ্যে রোদন

একাদেশে বৃহস্পতি

ভূষণ্ডির কাক

দুধের মাছি

লেফাফা দুরস্ত

০৫.Make five sentences on the following Safe Navigation

ইংরেজিতে অনুবাদ করুন 

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

মানুষ মাত্রই ভুল

ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি  মারা  গেল 

হালকা জিনিস পানিতে ভাসে 

সে সাঁতার জানে না 

০৬.Fill in the blanks

He is__ honest man.

He is ____ one-eyed man.

Bangabandhu was ___ the best Bengali

Dhaka stands __ on the bank of __ river Buriganga.

Please abstain __ smoking

০৮.ক একটি কাজ করে ২০ দিনে এবং খ ঐ কাজটি করে ৩০ দিনে করতে পারে । কাজটি ক ও খ একত্রে ৫ দিন করার পর ক চলে যায় । এরপর খ বাকী কাজটি কত দিনে করতে পারবে ।

০৯. ২০ লিটার দুধে পানি ও দুধের অনুপাত ১ঃ৪ । উহাতে কত লিটার পানি মিশালে দুধ ও পানির অনুপাত ৩ঃ১ হবে ।

১০. 0.2*50%*2.58*1/2+0.00003-0.002= কত ?

১১. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১০০ বর্গ মিটার । উহার একটি বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ঐ বর্গাকার বাগানের ক্ষেত্রফল ৈকত হবে ?

১২.সংক্ষিপ্ত জবাব দিন

ক. বঙ্গবন্ধু উপাধি কে এবং কত তারিখে প্রদান করে ছিলেন?

খ. বাংলা সন গনণায় কয়টি মাস ৩১ দিনে গণনা করা হয়, তার নাম সহ লিখুন ?

গ. চাকমারা প্রধানত কোন কর্মালম্বী ?

ঘ. গ্রীণ হাউজ ইফেক্ট কি লিখুন?

ঙ. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ত কে ছিলেন?

চ. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরষ্কার পান ?

ছ. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির রচয়িতা কে 

জ. আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালিত হয়?

ঝ. বাংলাদেশের সর্ব উত্তর ও দক্ষিণের উপজেলার নাম লিখুন ?

ঞ. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?

https://www.biwta.gov.bd/

See more

Christopher Marlowe



Next Post Previous Post
1 Comments
  • chakrir porasuna
    chakrir porasuna July 26, 2022 at 2:21 AM

    nice vaiya

Add Comment
comment url