প্রশ্ন

বাংলা‌দেশ ব‌্যাংক খা‌ত শ্রীঘ্র অ‌‌ঙ্কের সু‌‌‌দের যু‌গে প্রবেশ কর‌তে যা‌‌চ্ছে। ম‌নে করুন আপ‌‌নি একজন ব‌্যাংক কর্মকর্তা । গ্রহ‌কের ম‌‌ধ্যে এ বিষ‌য়ে উৎসাহ স‌ৃ‌ষ্টির ল‌‌‌ক্ষে আপনার ব‌্যাংক এক‌‌টি ইশ‌তেহার প্রকা‌শের উ‌দ্যেগ গ্রহণ ক‌রে‌ছে । এই ইশ‌তেহা‌রের এক‌টি খসড়া প্রস্তুত করুন।

 

‌‌প্রিমিয়ার ব‌্যাংক ‌লি‌মি‌টেড 

প্রধান শাখা 

বনানী, ঢাকা- 1305 

‌টে‌লি‌‌ফোনঃ 02-9559595

‌মোবাইলঃ 01711121211


24.12.2019 তা‌রি‌খে প্রকা‌শিত বাংলা‌দেশ ব‌্যাং‌কের স্মরক নং 138.2019.088.2020 ‌তে প্রকা‌শিত বিজ্ঞ‌প্তি‌তে ব‌্যাংক সু‌দের হার এক (১) অং‌কে ন‌ামি‌য়ে আনার চূড়ন্ত সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে ।‌ বেসরকা‌‌রি খ‌া‌তে বি‌নি‌য়োগ খরা কাটা‌তে দীর্ঘ‌দিন ধ‌রে সরকা‌রের পক্ষ থে‌কে ব‌্যাংক ঋ‌‌ণের সুদহার ক‌মি‌য়ে ১০ শতাং‌শের নি‌চে ন‌মি‌য়ে আনার কথা বলা হ‌‌চে্ছ।দে‌শের বি‌নি‌য়োগ খাতকে ত্বরা‌ন্বিত করার জন‌্য ও এই খা‌তে অ‌র্থের সরবরাঞ বৃ‌দ্ধি করার জন‌্য ঋ‌ণের বিপরী‌তে সু‌দের হার এক (1) অং‌কে ন‌া‌মি‌য়ে আনা ছিল সম‌য়ের দা‌বি । ঘনবস‌তিপূর্ণ ও বহুল বেকারত্ব এই দে‌শে কর্মসংস্থা‌নের সু‌‌য্গে বাড়া‌তে শিল্প ও কর্মসংস্থানমুখী খা‌তের প্রসার অত‌্যন্ত জরুরী । কিন্ত‌ু্ উচ্চ সুদ হা‌রের কার‌‌ণে এই দে‌শে ‌শিল্পখাত তেমনভা‌বে ‌বিক‌শিত হ‌তে পা‌রি‌নি। কারণ বাংলা‌‌‌দে‌শে ব‌্যাং‌কিং খা‌তে সব‌‌চে‌য়ে বে‌শি সু‌দের হার প্রয়োগ হ‌য়ে আস‌ছে। পাশাপা‌শি চক্রবৃ‌দ্ধি সুদ থাকায় রপ্তা‌নি বাজা‌‌রে প্রতি‌যো‌গিতার সক্ষমতাও ক‌‌‌মে যা‌চ্ছে । ফ‌লে ব‌্যবসায় লোকসান গু‌ণে অ‌নে‌কেই খেলাপী ঋ‌ণের চক্রে আবদ্ধ হ‌য়ে প‌ড়ে‌ছে । এই আবস্থা থে‌কে উত্তর‌ণে এক অং‌কের সরল সু‌দের হার কার্যকর ভূ‌মিকা পালন কর‌বে । আগামী জানুয়ারী 2020 সাল থে‌কে বাংলা‌দেশ ব‌্যাং‌কিং খা‌তে ঋ‌ণের সরল সুদ ব‌্যবস্থা প্রবর্ত‌নের মাধ‌্য‌মে নতুন যু‌গে পদার্পন কর‌বে ব‌্যাং‌কিংখাত । এর আ‌‌‌গে বাংলা‌দেশ হাউজ বি‌ল্ডিং ফাইন‌্যান্স ক‌র্পো‌শে‌নের সরল সুদ চালু থাক‌‌লেও শিল্প তথা উৎপাদনমুখী খা‌তে এই সু‌‌‌যোগ ছি‌লো না ।

সরলসুদ ও এক (1) অং‌কের সুদের হার এর সুফলঃ

  1. ‌‌খেলা‌পি ঋ‌ণের প‌রিমাণ কম‌বে।

  2. ঋ‌ণের বোঝা কম‌বে।

  3. কর্মসংস্থা‌নের সু‌যোগ সৃ‌ষ্টি হ‌বে ।

  4. বি‌নি‌য়োগ বান্ধব প‌রি‌বেশ সৃ‌ষ্টি হ‌বে ।

  5. ‌শিল্প ও সেবাখাত‌রে প্রসার ঘট‌বে ।

  6. ব‌্যাং‌কিংখাত‌ে স্থিরতা ফি‌‌রে আস‌বে ।

  7. পুনঃ তফ‌‌শিলীর প‌রিমাণ কম‌বে ।

  8. রপ্তা‌নির প‌‌‌রিমাণ বাড়‌বে ।


এজন‌্য , প্রিমিয়াম ব‌্যাংক লি‌মি‌টেড এ সকল গ্রাহক‌দের অবগ‌তির জন‌্য জানা‌নো যা‌‌‌চ্ছে যে ঋ‌ণের ক্ষে‌ত্রে সু‌দের হার ক‌মি‌য়ে আনার কার‌ণে এক‌টি বি‌নি‌য়োগ বান্ধব প‌রি‌বেশ সৃ‌ষ্টি হ‌বে । একই সা‌‌থে ঋ‌ণের বোঝা ক‌মে যাওয়ায় পূ‌র্বের চে‌য়ে কম টাকা প‌রি‌শোধ কর‌তে হ‌‌বে । যা গ্রাহ‌ক‌দের জন‌্য অত‌্যন্ত স্ব‌স্তিকর । এ অবস্থায় সম্মা‌নিত সকল গ্রহক‌দের‌কে এই ঋ‌‌ণের সকল সু‌বিধা গ্রহন ক‌রে দেশ ও জা‌‌তির কলা‌ণে মূখ‌্য ভূ‌‌মিকা পালন করার জন‌্য আহ্বান জানা‌নো যা‌‌চ্ছে ।

ধন‌্যবাদা‌ন্তে

আশরাফুল ক‌বির 

প্রিমিয়াম ব‌্যাংক লি‌মি‌টেড 

প্রধান শাখা,

বনানী, ঢাকা- 1305




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url