সাম্প্রতিক প্রশ্নোত্তর ফেব্রুয়ারী ২০২২
সাম্প্রতিক
প্রশ্নোত্তর
বাংলাদেশ
১.ইউরিয়া সারের কার্যকারিতা বাড়াতে প্রলেপ বা কোটিং কারখানা কোথায় নির্মাণ করা হবে?
উত্তর: সিলেটের ফেঞ্চুগঙে্জ উপজেলায়।
২.APAR এর পূর্ণরূপ কি?
উত্তর:Annual Performance Appraisal Report
৩.দেশের সবচেয়ে বড় ও আধুনিক আন্ডারপাসের নাম কি?
উত্তর: সুরসপ্তক।
৪.দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ইসলামী শরিয়াহ্ ভিত্তিক প্রথম বন্ড কোনটি?
উত্তর:বেক্সকো গ্রিণ সুকুক আল ইস্তিসনা।
৫.কম্পিউটারে প্রথম বাংলা লেখার সফটওয়্যার শহীদ লিপির“ জনক কে ?
উত্তর: সাইফুদ্দারহার শহীদ।
৬.২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মোট কত জন?
উত্তর: ২,১০,০০০ (স্বাধীণতার সূচনালগ্নে ছিল মাত্র ৩৩,০০০)
৭.ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কতটি অনুষদ রয়েছে?
উত্তর:১৩ টি।
৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শের ওপর ভিত্তি করে তৈরি করা গেমিং অ্যাপের নাম কি?
উত্তর: আমার বঙ্গবন্ধৃ
৯.বাংলাদেশ পর্যাটন করপোরেশন (সংশোধন) বিল ২০২২‘অনুসারে পর্যাটনের সংজ্গা কি ?
উত্তর: কেউ নিজের ঘর থেকে ভ্রমণ বা শ্রান্তি বিনোদনের জন্য কিন্তু ২৪ ঘণ্টার বেশি কিন্তু এক বছরের কম সময়ের জন্য আরেক জায়গায় থাকবে তারাই পর্যাটক। তবে চাকরির জন্য কেউ ঐ সময় ঘরের বাইরে থাকলে তাকে পর্যাটক হিসেবে ধরা হবে না।
১০.বাংলাদেশ সর্বাধিক পাম অয়েল উৎপাদন করে কোন দেশ থেকে?
উত্তর: ইন্দোনেশিয়া ।
১১. ১৯ জানুয়ারি ২০২২ প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে কে যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারপতি হিসেবে মনোনয়ন পান?
উত্তর: নুসরাত জাহান চৌধুরি। নিয়োগ চূড়ান্ত হলে তিনি হবেন প্রথম নারী মুসলিম –আমেরিকান ফেডারেল বিচারপতি।
১২.বাংলাদেশে এ পর্যন্ত কত জন ব্যক্তি প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন?
উত্তর: ২৩ জন।
১৩. বাংলোদেশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম হিন্দু নরিী বিচার পতি কি?
উত্তর: বিচারপতি কৃষ্ঙা দেবনাথ।
১৪.বঙ্গবন্দ্ধু – এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড কবে প্রবর্তন করা হয়?
উত্তর: ২০২২ সালে।
আন্তর্জাতিক:
১. মানবদেহে যদি একই সাথে সাধারণ ফ্ল ও করোনা উপসর্গ থাকে তাহলে তাকে বলা হয় –
উত্তর: ফ্লোরোনা বা ফ্লুরোনা।
২. ২৮ ডিসেম্বর ২০২১ কলকাতার ৩৯তম মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন কে ?
উত্তর; ফিরহাদ হোসেন ।
৩.পানির তলদেশে চীনের দীর্ঘতম হাইওয়ে টানেলর নাম কি?
উত্তর; তাইওয়ে টানেল।