Percy Bysshe Shelley,পার্শি বিশি শেলি। মনে রাখার কেীশল

Percy Bysshe Shelley,পার্শি বিশি শেলি

https://chakrirporasuna.blogspot.com/2021/08/Percy%20Bysshe%20Shelley%20%20%20%20%20.html

picture: Collect From Internet

শেলি হলেন Romantic যুগের অন্যতম একজন শ্রেষ্ঠ Romantic কবি।

তিনি নদীতে ডুবে মৃত্যুবরণ করেছিলেন। (জুলাই মাসের ৮ তারিখ। শেলির বন্ধু উইলিয়ামকে সঙ্গে নিয়ে নিজের ক্ষুদ্র নৌকাটা আনার জন্যে বেরিয়ে গেলেন। সেদিন সন্ধ্যায় শুরু হল প্রচন্ড ঝড় বৃষ্টি। সেই ঝড়ের মুখে পড়ে শেলীর নৌকা গেল ডুবে।পনের দিন পরে তাঁদের মৃতদেহ ভেসে উঠল সমুদ্রের তটভূমিতে। শেলীর পকেটে তখন ছিল সফোক্লিস ও কীটসের কবিতার বই]

তিনি ছিলেন একজন- Revolutionary poet. 

Shelley’র কাবিতায় The West Wind কে (Destroyer ও Preserver)হিসেবে। 

P.B. Shelley স্ত্রী a Mary Shelley এর বিখ্যাত Novel এর নাম  Frankenstein বা The Modern Prometheus. 

Shelley উচ্চশিক্ষার জন্য Oxford University তে ভর্তি হয়েছিলেন। কিন্তু নাস্তিকতাকে সমর্থন করে The Necessity of Atheism লেখার জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন।

আরও পড়ুন:

BCS: The Old English Literature with Details, shortcut tips, tricks and previous years question solutions.

William Shakespeare life and Work ইউলিয়াম সেক্সপিয়ারের জীবন এবং কাজ

বাংলা সাহিত্যে মহাকবি মধুসূদন দত্তের জীবন, মহাকাব্য,নাটক, কাব্যগ্রন্থ,কবিতা, সনেট

Famous works of Shelley: 

1.Adonais. [37th BCS] 

(প্লেটোর দার্শনিক মতবাদের প্রকাশ তাঁর ‘এডােনিস’কাব্যে। কাব্যটি শােকগাথা। কবি কীটসের মৃত্যু উপলক্ষে রচিত। কিন্তু কাব্যটির মধ্যে যে সত্যের মর্মকথা তিনি প্রকাশ করলেন তা হল মানুষের জীবন ছায়াবাজির মত চঞ্চল, ও ক্ষণস্থায়ী। কিন্তু আত্মাই অবিনাশী। মৃত্যু ও তাকে ধ্বংস করতে পারে না। মৃত্যু তাকে মুক্ত করে অনন্তের সঙ্গে যুক্ত করে দেয়। মৃত্যুর পর আত্মা পরমাত্মায় বিলীন হয়ে যায়। এই পরমাত্মা হল স্বয়ং ঈশ্বর।) 

2. Ode to the West Wind. (পশ্চিমা সমীরণের গান: 

তিনি পশ্চিমা বায়ুকে destroyer and preserver হিসেবে আখ্যায়িত করেছেন ) [এটা তার সবচেয়ে বিখ্যাত কবিতা ] 

Ode to a Skylark (ভারত পক্ষীর গান)

4. The Cloud

Ozymandias (a famous sonnet) [Main theme: All things of great and small will perish.] 

6. The Revolt of Islam ( এটি শেলির বিখ্যাত কবিতা)

7. A Defense of Poetry (তাঁর সাহিত্য বিষয়ক প্রবন্ধ হলাে ‘দি ডিফেন্স অব পােয়েট্রি’(১৮২১)।

8.The Necessity Atheism (‘দি নেসেসিটি অব এ্যাথেইজম’ 

(নাস্তিকতার প্রয়ােজনীয়তা) শেলী এবং তার বন্ধু টমাস হগকে বিদায় নিতে হল বিশ্ববিদ্যালয় থেকে।) 

9.Cenci

(4 act Tragedy) 

10. Prometheus Unbound

(a four-act play/tragedy)

Shelly এর Ouotations মনে রাখার কৌশল: 

1. If winter comes, can spring be far behind? শীত যদি আসে বসন্ত কি দূরে থাকে ?(Ode to the West Wind)(28th BCS) 

2. Our sweetest songs are those that tell of saddest thoughts. (To a Skylark) (The speaker refers to the inherent dichotomy of life: to know joy, we need to know pain. the most beautiful songs contain some element of anguish, perhaps not textually, but in tone or implication.) 

3.‘We look before and after, And pine for what is not. (To a Skylark) 

4. Poets are the unacknowledged legislators of the world (A Defense of Poetry world)


Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous August 18, 2021 at 8:55 PM

    Very quality ful article

Add Comment
comment url