বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মার্চ ২০২৩

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য


বাংলাদেশ বিষয়াবলী


আইএমএফ এর ঋণের প্রথম কিস্তি ৪৭,৭০,০০০ ডলার পায় বাংলাদেশ ০২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে ।


অসচ্ছল বীর যুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত যুদ্ধ বীরদের পরিবারের সদস্যদের জন্য "বীর নিবাস' নামের এই আবাসন প্রকল্প ।


 অমর একুশে বইমেলা ২০২৩ এর প্রতিপাদ্য- “পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ'।


দেশের ২২তম রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বদ্বিতায়  নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Recent knowledge March 2023



সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে 'জাতীয় পেনশন কর্তৃপক্ষণ প্রতিষ্ঠা করেছে সরকার। চলতি বছরেই এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু

হতে যাচ্ছে। সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩ এর ৪(১) ধারা অনুযায়ী গঠন করা হয়েছে এই জাতীয় পেনশন কর্তৃপক্ষ ।


"দেশের দ্বিতীয় মেট্রোরেল প্রকল্পের নাম- MRT Line-1. এর দৈর্ঘ্য-- ৩১.২৪১ কিলোমিটার


বঙ্গবন্ধু - পিয়েরে ট্রডো কৃষি প্রযুক্তি  অবস্থিত - গাজীপুরে ॥


মুজিবনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে- মেহেরপুর জেলায়।


বাংলাদেশের মাথাপিছু আয়- ২,৭৯৩ মার্কিন ডলার ।


২০২২ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান- ৭৩ তম।


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর ইতিহাসে প্রথম নারী কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন- ড. সালমা সিদ্দীকা।


বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ সেনানিবাস অবস্থিত- মিঠামইন, কিশোরগঞ্জে।


বেসরকারী খাতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়- চারঘাট, রাজশাহীতে । ৩১ জানুয়ারি, ২০২৩ 


ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রথম নারী ব্যারিস্টার- রাঙ্গামাটির ভ্যালি চাকমা।


২০২৩ সালের জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত হন- জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত


বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা- ৪০টি । সর্বশেষ নিবন্ধনপ্রাপ্ত দল- তৃণমূল বিএনপি ।


দেশের প্রথম স্মার্ট উপজেলা- মাদারীপুর জেলার শিবচর উপজেলা।


২০২৩ সালে একুশে পদক লাভ করেন- ১৯ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান।


সার্কের নতুন মহাসচিব হবেন বাংলাদেশ থেকে৷


>নবম বিপিএল আসরে চ্যাম্পিয়ন- কুমিল্লা ভিক্টোরিয়ানস ৷


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ- চ্দ্িকা হাতুরাসিংহে।


২০২৩ সালের সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের চ্যাম্পিয়ন- বাংলাদেশ।


এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে সোনা জেতেন- ইমরানুর রহমান।


বাংলাদেশর টেনিসে প্রথম নারী রেফারি- মাসফিয়া আফরিন।


আমার জীবননীতি আমার রাজনীতি- রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আত্মজীবনীমূলক গ্রন্থ।


অন্তর্জাতিক বিষয়াবলী


রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমানবিক অস্ত্র নিয়ন্ত্রন চুক্তির নাম- 'নিউ স্টার্ট'।


সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম- 'গ্যাবরিয়েল'।


বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহন করতে যাচ্ছেন- ভারতীয় বংশোড়ভুত অজয় বাঙ্গা। সদ্য পদত্যাগের ঘোষণা দেয়া

প্রেসিডেন্টের নাম- ডেভিড ম্যালপাস।


৩৬ তম আফ্রিকান ইউনিয়ন সম্মেলন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৮ ফেব্রুয়ারি ২০২৩ এ, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায়।


"ভারতের দিল্লী পৌরসভার নব নির্বাচিত মেয়র- শেলি ওবেরয়। (আম আদমি পার্টি) ৷


চীনের প্রধানমন্ত্রী হিসেবে ১৫ মার্চ দায়িত্ব গ্রহন করতে যাচ্ছেন- লি কিয়াং।


নিরক্ষীয় গিনির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন- ম্যানুয়েলা রোকো বোটেই।


চেচনিয়ার জাতির পিতা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছেন- রমজান কাদিরভ।


ভারতীয় বংশোড়ুত ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তার নাম- নীল মোহন।


২০২২ সালের গণতন্ত্র সূচকে সর্বনি্ন দেশের নাম- দক্ষিণ সুদান।


২০২২ সালের শীর্ষ দুর্নীতিগ্রন্ত  দেশের নাম- সোমালিয়া। অপরদিকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের নাম- ডেনমার্ক


সর্বাধিক ভাষার দেশ- পাপুয়া নিউগিনি। এদেশের ভাষার সংখ্যা-৮৩৯ টি।


স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন ( এলডিসি-৫) অনুষ্ঠিত হবে, ৫-৯ মার্চ দোহা, কাতারে ।


ফেব্রুয়ারি, ২০২৩ এ প্রকাশিত আলোচিত উপন্যাস, “Victory City " এর লেখক- সালমান রুশদি।


সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র পুনরায় দূতাবাস চালু করে- সলোমন দ্বীপপুঞ্জে ।


আল-কায়েদার নতুন প্রধানের নাম- সাইফ আল আদেল।


চীনের যে প্রদেশে নাগরিকরা ইচ্ছেমতো সন্তান নিতে পারেন- সিচুয়ান প্রদেশ।


পাকিস্তানের প্রথম হিন্দু নারী আমলা- ডা. সানা রামচন্দ্র


`India: The Modi Question` হলো বিবিসি কর্তৃক সম্প্রচারিত দুই পর্বের তথ্যচিত্র ।


বসনিয়া ও হার্জেগোভিনার বর্তমান ও প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম - বোর্জানা ক্রিস্টো।



Previous Post
No Comment
Add Comment
comment url