বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।
পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
০১. কারক ও বিভক্তি নির্ণয় করুন:
ক) আকাশ আজি মেঘলা যেয়ো নাকো একলা। (অধিকরণে শুন্য বা প্রথমা)
খ) ডাক্তার ডাক। (কর্মে শূন্য বা প্রথমা)
গ) জাহাজে সাগর পার হওয়া যায়। (করণে ৭মী)
ঘ) তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। (সম্প্রদানে ৬ষ্ঠী)
ঙ) বাবা বাড়ি নেই। (অধিকরণে শূন্য বা প্রথমা)
০২. “পর্বত” শব্দের ৫টি সমার্থক শব্দ লিখুন:
উত্তর : পহাড়, গিরি, শিখরী, শৈল, শৃঙ্গী
03. Make sentence with meanning :
a) Right and left (indiscriminately; নির্বিচারে/এলোমেলোভাবে) : He has been spending money right and left.
b) By virtue of (by way of; কোন যোগ্যতা বলে) : Rahim got the job by virtue of his greater experience.
c) Point blank ( directly / bhuntly : স্পষ্টভাবে) : I told him point blank that I could not support him.
d) In time ( before fixed time : নির্দিষ্ট সময়ের পূর্বে)The driver just accident. an stopped time to avoid in
e) Narrow escape (something achieved by a narrow margin; ক্ষীণ সুযোগ) : He had a narrow escape from gunfire.
08. Translate into English:
ক.জেলারা নদীতে মাছ ধরছে-The fishermen are catching fish in the river.
খ.স্বদেশপ্রীতি একটি মহৎ গুণ- Patriotism is a noble virtue.
গ) অসারের তর্জন গর্জনই সার- much. sound vessels Empty
ঘ) মেধা মানে সমস্যা এড়াবার যোগ্যতা - Genius is a capacity for taking trouble.
ঙ) লোকটি গরিব কিন্তু সৎ- The man is poor but honest.
05. ABC ত্রিভুজে <B = 6x ডিগ্রি, <C = 5x ডিগ্রি, <A = y ডিগ্রি এবং 6<A =7<B কত? হলে, x এবং y এর মান এর মান কত?
সমাধান : ABC ত্রিভুজে এ
6<A = 7<B
বা,<B = 6y/7 বা,6x =6y/7 বা,x= y/7
<A+ <B+ <C = 180°
বা, y +7 +5x = 180° +5. = 180°
বা, y + 180° x 7 + 5y =
বা, 7y + 6y 180⁰x7 বা, y = 18
y = 70° (Ans) .
০৬. বর্গাকার একটি মাঠের ভেতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, তবে রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল কত হেক্টর?
সমাধান : ধরি, মাঠের দৈর্ঘ্য = x মিটার এবং ক্ষেত্রফল = x2 বর্গমিটার
রাস্তাবাদে বাগানের দৈর্ঘ্য মিটার ) (x – 8 - 4 ) = (x – 4 = বর্গমিটার r – 8 ) ( ক্ষেত্রফল = - 93
আমরা জানি, 1 হেক্টর = ১০০০০ বর্গমিটার 10000
প্রশ্নমতে, x – (x – 8 ) 2
= - বা, x 2 - x2 +16x - 64
= 10000 10000+ 64
বা, 16x = 10064 বা,
12x = 629 = x 8) = 621 বর্গমিটার বাগানের দৈর্ঘ্য = (629 - সুতরাং রাস্তা বাদে 385641 বর্গমিটার (621) 2 =
ক্ষেত্রফল = 38.56 হেক্টর = 33 (প্রায়) উত্তর : নির্ণেয় ক্ষেত্রফল = 38.56 হেক্টর (প্রায়) উত্তর দিন।
০৭. সাধারণ জ্ঞান:
ক. বাংলাদেশের নৌবাহিনীর তৈরি প্রথম রণতরীর নাম কি?
উত্তর : বিএনএস পদ্মা
খ) মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কোন সেক্টরের অধীনে কোন সেক্টর কমান্ডার ছিল না?
উত্তর : ১০ নং সেক্টর
গ) পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন? উত্তর : হিন্দি ভাষা
ঘ) বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে বৈধ মুদ্রা বা কারেন্সি হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ?
উত্তর : এল সালভাদর
ঙ) “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানটির শিল্পী কে?
উত্তর : আপেল মাহমুদ ধরনের ফাইল তৈরি হয়? চ) এক্সেল প্রোগ্রাম দ্বারা কোন উত্তর : ওয়ার্কশিট ফাইল
ছ) প্রিন্টারের মান কীভাবে পরিমাপ করা হয়?
উত্তর : DPI (Dots Per Inch) দ্বারা ডিজিটাল
জ) কম্পিউটারের সূক্ষ্মতা কত?
উত্তর : ১০০%
ঝ) ইনপুট আউটপুট সংক্ষেপে কী চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর : I/O
ঞ)বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চইঞ্জিন কোনটি?
উত্তর পিপীলিকা
ট) মিনি কম্পিউটারের জনক কে?
উত্তর : কেনেথ এইচ অলসেন
ঠ) SOAP এর পূর্ণরূপ কী?
উত্তর : Simple Object Access Protocol
ড) কী-বোর্ডের কন্ট্রোল কী এর সংখ্যা কয়টি?
উত্তর ২টি
ঢ) ডিজিটাল কম্পিউটার কত প্রকার? উত্তর : ৪ প্রকার (সুপার, মেইনফ্রেম, মিনি ও মাইক্রো কম্পিউটার)
ণ) ট্রান্সমিশন স্পিডকে কী বলা হয়?
উত্তর : ব্যান্ডউইথ ।