বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জুনিয়র পরিসংখ্যান সহকারী 2020 প্রশ্ন সমাধান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জুনিয়র পরিসংখ্যান সহকারী 2020
১.ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে?রবীন্দ্রনাথ ঠাকুর।
২. যে জমিতে ফসল জন্মায় না? উষর
৩. সংবিধান এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সম্+ বিধান
৪.যাযাবর এর বিপরীত শব্দ কোনটি?স্থায়ী
৫.কপোল শব্দের অর্থ কি? গাল।
৬. সঠিক বানান কোনটি? পিপীলিকা
৮. সাপের খোলস কে এক কথায় কি বলে? নির্মোক
১০.ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ?ধ্বনি
১১.জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি ?নকশী কাঁথার মাঠ।
১২. ক্রীতদাসের হাসি উপন্যাসের লেখক কে? শওকত ওসমান
১৩.বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি ?39।
১৪. বিদ্রোহী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
১৫. জৈনক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?জন+এক
১৬.গঠন অনুসারে বাক্য কয় প্রকার? ৩ প্রকার
১৭.বেগম রোকেয়ার রচনা কোনটি?মতিচুর
১৮. বাগধারাটির অর্থ কি? অসম্ভব ঘটনা
১৯.উপস্থিত বুদ্ধি আছে যার এক কথায় প্রকাশ কি? প্রত্যুৎপন্নমতি।
২০. মাছের মা বাগধারার অর্থ কি?নিষ্ঠুর।
২১. বাংলা লিপির উৎস কি? ব্রাহ্ম লিপি।
খুব ভালো
Thanks